Sunday , May 5 2024
Home / স্বাস্থ্য / রাজশাহী বিভাগে করোনাজয়ী ১৭ হাজার

রাজশাহী বিভাগে করোনাজয়ী ১৭ হাজার

রাজশাহী বিভাগের আট জেলায় করোনাভাইরাস জয়ী ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। সোমবার বিভাগে ৮২ জন সুস্থ হওয়ায় মোট করোনাজয়ীর সংখ্যা এখন ১৭ হাজার ৭৪ জন।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিভাগের রাজশাহী জেলায় ১৪ জন, নওগাঁয় তিনজন, নাটোরে ২২ জন, জয়পুরহাটে তিনজন, বগুড়ায় ২৫ জন এবং পাবনায় ১৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৩৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৫৩ জন, নাটোরের ৭৯১ জন, জয়পুরহাটের ৯৭৩ জন, বগুড়ার ৬ হাজার ৪৯৬ জন, সিরাজগঞ্জের এক হাজার ৬১৩ জন এবং পাবনার এক হাজার জন ব্যক্তি করোনামুক্ত হয়েছেন।

সোমবার বিভাগে নতুন ৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে সাতজন, নওগাঁয় একজন, বগুড়ায় ৩১ জন, সিরাজগঞ্জে তিনজন এবং পাবনায় ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৪১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৪১৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৮৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৬৩ জন, নওগাঁয় এক হাজার ২৭৪ জন, নাটোরে ৯৪৭ জন, জয়পুরহাটে এক হাজার ৫৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১১৬ জন এবং পাবনায় এক হাজার ১১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগে এখন মৃতের সংখ্যা ২৯১ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৭৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২০ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

About Joypur Hat

Check Also

শীতে বাড়ছে, বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী

শীতের আবহ ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশু …