Sunday , December 3 2023
Home / সফলতার গল্প / এইচএসসি’তে একবার ফেল করেও বিসিএস ক্যাডার!অনুপ্রেরণার বাতিঘর জয়পুরহাটের সাদ্দাম

এইচএসসি’তে একবার ফেল করেও বিসিএস ক্যাডার!অনুপ্রেরণার বাতিঘর জয়পুরহাটের সাদ্দাম

২৬ জুলাই, ২০২০/এক্সক্লুসিভ রিপোর্ট

২০১০ সালের এইচএস সি পরীক্ষায় রসায়নে ফেল করেন আক্কেলপুরের সাদ্দাম সাদ,কিন্তু দমে যান নি।কঠোর অধ্যবসায় আর কঠিন পরিশ্রমের বিনিময়ে ছিনিয়ে নিয়েছেন সফলতা।সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর ৩৮ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

সম্প্রতি সাদ্দাম সাদের মুখোমুখি হয় জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর।দীর্ঘ আলাপে নানা বিষয়ে তার সাথে কথা বলেছেন সম্পাদক রবিউল ইসলাম রিমন, তা পাঠকদের জন্য তুলে ধরা হল।

★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে আপনার অনুভূতি কেমন?

সাদ্দাম সাদ -দেশের ও দেশের মানুষের সেবা করার বড় একটা দায়িত্ব পেতে যাচ্ছি।আল্লাহ তায়ালা যেন সেই দায়িত্ব উত্তম ভাবে আদায় করার তওফিক দান করেন।

★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- আপনার সাফল্যর মূলমন্ত্র কি?
সাদ্দাম সাদ -আল্লাহর হুকুম আর নবীর সুন্নত মেনে চলাটাই আমার সাফল্যর মূলমন্ত্র । নিজের লক্ষ্য যদি অটুট থাকে আর সেই অনুযায়ী শতভাগ চেষ্টা করে তবে আল্লাহ তায়ালা তাকে সফলতা দান করেন। সেটা দুনিয়া হোক বা আখিরাত । আমি চেষ্টা করেছি বিসিএস ক্যাডার হওয়ার জন্য, সুন্নত হিসেবে পড়া-লেখা ,কোচিং এ ক্লাস-পরিক্ষা দেওয়া ইত্যাদি।আল্লাহর সাহায্যে হয়ে গেছি,আলহামদুলিল্লাহ ।
★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- আপনার দীর্ঘ পথচলায় অনুপ্ররনা/উৎসাহ কে দিয়েছেন?
সাদ্দাম সাদ -আমার দীর্ঘ পথচলায় অনুেপ্ররনা/উৎসাহ দিয়েছেন অনেকেই। আমার মা, আমার শিক্ষকরা, বন্ধু মহল, আত্মীয়- স্বজন আরও অনেক শুভাকাঙ্ক্ষী।
★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- আপনার জীবনের কোন স্মরণীয় ঘটনা যদি স্মৃতিচারণা করেন…
সাদ্দাম সাদ -জীবনের বড় একটা ঘটনা/ দুর্ঘটনা হল HSC তে ফেল করা । তবে সেই থেকে শিক্ষা নিয়ে আর ব্যর্থ হইনি।
★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- জয়পুরহাটবাসীর উদ্দেশে কিছু বলুন
সাদ্দাম সাদ -আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জীবন যাপন করতে পারি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।

★★★জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর- সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

সাদ্দাম সাদ –আমাকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ। জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোরকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য,সাদ্দাম সাদ ২০০৮ সালে আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১১ সালে  আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।

About Joypur Hat

Check Also

রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইতিহাসে প্রথমবার স্বর্ণপদক পেলেন জয়পুরহাটের শিমু

ডেস্ক রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেয়েছেন জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু। শিমু …