দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ১ হাজার ২৮০ জন নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা থেকে। সবচেয়ে কম ১৪২ জন নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলা থেকে।
১৪ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ৬১ জেলার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।