Thursday , March 23 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / ক্যারিয়ার / বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৬৭৫ জন পুরুষ ও ৮২৫ জন নারী নিয়োগ পাবেন।কনস্টেবল পদে ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ–২.৫ থাকতে হবে।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেয়া হবে ঢাকা জেলা থেকে, ৪৬০ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ২৯১ জনকে নেয়া হবে।

এ ছাড়া গাজীপুর জেলায় নেয়া হবে ১২৯ জন, মানিকগঞ্জে ৫৩, মুন্সিগঞ্জে ৫৫, নারায়ণগঞ্জে ১১৩, নরসিংদীতে ৮৫, ফরিদপুরে ৭৩, গোপালগঞ্জে ৪৫, মাদারীপুরে ৪৫, রাজবাড়ীতে ৪০, শরীয়তপুরে ৪৪, কিশোরগঞ্জে ১১২, টাঙ্গাইলে ১৩৮, ময়মনসিংহে ১৯৫, জামালপুরে ৮৭, নেত্রকোনায় ৮৬, শেরপুরে ৫২, বান্দরবানে ১৫, কক্সবাজারে ৮৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮, চাঁদপুরে ৯৩, কুমিল্লায় ২০৬, খাগড়াছড়িতে ২৪, ফেনীতে ৫৫, লক্ষ্মীপুরে ৬৬, নোয়াখালীতে ১১৯, রাঙামাটিতে ২৩, রাজশাহীতে ৯৯, জয়পুরহাটে ৩৫, পাবনায় ৯৬, সিরাজগঞ্জে ১১৯ জন।

এছাড়াও নওগাঁ জেলায় ১০০ জন, নাটোরে ৬৫, চাঁপাইনবাবগঞ্জে ৬২, বগুড়ায় ১২৯, রংপুরে ১১১, দিনাজপুরে ১১৪, গাইবান্ধায় ৯১, কুড়িগ্রামে ৭৯, লালমনিরহাটে ৪৮, নীলফামারীতে ৬৯, পঞ্চগড়ে ৩৮, ঠাকুরগাঁওয়ে ৫৩, খুলনায় ৮৮, যশোরে ১০৬, ঝিনাইদহে ৬৮, মাগুরায় ৩৫, নড়াইলে ২৭, বাগেরহাটে ৫৬, সাতক্ষীরায় ৭৬, চুয়াডাঙ্গায় ৪৩, কুষ্টিয়ায় ৭৪, মেহেরপুরে ২৫, বরিশালে ৮৮, ভোলায় ৬৮, ঝালকাঠিতে ২৬, পিরোজপুরে ৪২, বরগুনায় ৩৪, পটুয়াখালীতে ৫৯, সিলেটে ১৩১, মৌলভীবাজারে ৭৩, সুনামগঞ্জে ৯৪ ও হবিগঞ্জে ৮০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।


আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এ ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে।

About Joypur Hat

Check Also

uttarancholnews24

দীর্ঘ সময় বসে কাজ স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়

 জীবন-জীবিকার প্রয়োজনে অফিস বা ব্যবসা ক্ষেত্রে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। অনেকক্ষণ বসে থাকার ফলে …