Thursday , March 23 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / প্রবাস / কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত
uttarancholnews24

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

উত্তরাঞ্চল ডেস্ক :  কানাডায় সড়ক দুর্ঘটনায় সামিরা লতিফ লিরা (২৪) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সহপাঠীর সাথে ক্যালেগরি এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারায় লিরার গাড়ি। এ সময় বিপরীতমুখী আরেকটি দ্রুতগামী গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সামিরা ও তার সহপাঠী মারা যান।
লিরা রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চার বছর আগে তিনি ‘ফ্যাসিলিটিজ মেইনটেইনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করতে কানাডার একটি কলেজে ভর্তি হন। নিহত লিরার মা শামসুন নাহার শিল্পী আর বাবা আব্দুল লতিফ খান যুগ্ম সচিব। বর্তমানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর।
কানাডায় আনুষ্ঠানিকতার পর আজ লিরার মৃতদেহ ঢাকায় নেয়ার কথা।

About Joypur Hat