একুশে বই মেলায় শাহনাজ রানুর দুটি কবিতাগ্রন্থ
Joypur Hat
February 2, 2023
সফলতার গল্প



ডেস্ক রিপোর্ট
জয়পুরহাটের কৃতি সন্তান মেক্সিকোতে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শাহনাজ আখতার রানুর কবিতাগ্রন্থ ‘নিষিদ্ধ নগরী ‘ এবং ‘Ode to Love’ অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩০ নং প্যাভিলিয়ন সময় প্রকাশনীতে ‘নিষিদ্ধ নগরী ‘ এবং ৩০০ নং প্যাভিলিয়নে পেন্সিল প্রকাশনীতে ‘Ode to Love’ বইটি পাওয়া যাবে।
মফস্বল এলাকায় বড় হওয়ার সুবাদে প্রচলিত সমাজের নারী পুরুষ বৈষম্য তার ভাবনার জগতকে যেমন প্রভাবিত করেছে তেমনি লেখনির মাধ্যমে করেছেন প্রতিবাদ।বাবার প্রশ্রয়ে আর মার শাসনে বড় হওয়া কবি পড়াশোনা করেছেন রাজশাহী বিভাগের ইংরেজি বিভাগে।ছাত্রজীবন থেকেই নাটক,বিতর্ক ও লেখালেখির সাথে ছিল তার সখ্যতা।শাহনাজ আখতার রানু ২৭ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে কর্মরত আছেন।
এর আগে লেখকের প্রথম কবিতাগ্রন্থ “নোনতা চোখের গল্প” এবং দ্বিতীয় কবিতাগ্রন্থ “প্রযত্নে কালো শাড়ি” একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল।