আর কয়েক দিন পর মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রেগন্যান্সির শেষ পর্যায়ে এসেও ব্যায়াম, অভিনয়, আইন পেশার কর্মস্থলে ব্যস্ততাসহ সবকিছু করছেন স্বাভাবিক নিয়মে তিনি।
তবে কর্মস্থলে যাওয়ার জন্য পরা সাদা জামাটা তার গায়ে ঠিকঠাক মানায়নি সঙ্গে ফরম্যাল প্যান্টটাও। বুধবার (২০ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠে আইনজীবী পিয়া ছোটেন তার কর্মস্থলে। ঢাকা জজ কোর্টে যাবার পথে পড়েন প্রচ- জ্যামে। গাড়িতে ঘুমিয়েও পড়েন তিনি। তার পর সিঁড়ি মাড়িয়ে ওঠেন পাঁচতলায়। এভাবেই চলছে তার জীবন অধ্যায়।
এ কথাগুলো ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন পিয়া। তিনি কখনও কোনো অবস্থাতেই হাল ছাড়তে রাজি নন। প্রেগন্যান্সির ৩৬তম সপ্তাহ চলছে তার। তবুও অন্যান্যের মতো শুয়ে-বসে বিশ্রাম নিতে নারাজ। স্বাভাবিক নিয়মেই সব কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সাধারণত মায়েরা গর্ভাবস্থার যে সময়টুকু ঘরে বিশ্রামে থাকেন। সে সময় পিয়া তার আইন পেশা, অভিনয়, আর শারীরিক ব্যায়ামসহ নিয়ম করে সব চলমান রেখেছেন। এ সময় সাধারণত নারীদের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে। কিন্তু পিয়া তার স্বাভাবিক অবস্থা ধরে রেখেছেন।
best love girl image