Sunday , December 3 2023
Home / জানা-অজানা / পাহাড়ারপুরে ট্রাক উল্টে চালক জয়পুরহাটের মেরাজুলের মৃত্যু

পাহাড়ারপুরে ট্রাক উল্টে চালক জয়পুরহাটের মেরাজুলের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে মাটিবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার পাহাড়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মেরাজুল ইসলাম (৩৫)। মেরাজুল জয়পুরহাট জেলার সদর থানার ভাতশা ইউনিয়নের চকমোহন গ্রামের মৃত আনছার আলীর ছেলে বলে জানা গেছে।

জানা যায়, পাহাড়ারপুর ইউপির মালঞ্চা গ্রামের মুসা ও শরিফুলের একটি গর্ত থেকে এসকেভেটর (ভিকো) মেশিন দিয়ে মাটি ব্যবসায়ী ওয়াদুদ ইটভাটায় মাটি বিক্রি করছিলেন। ভিকো দিয়ে ট্রাকে মাটি ভরাট করার পর ট্রাক চালক ট্রাক চালু করে। এ সময় ট্রাক টান দিলে চলন্ত ট্রাকের চাকা দেবে যায়। দেবে যাওয়া চাকা তোলার জন্য চালক আরো জোরে পিকআপ টানলে ট্রাকের ইঞ্জিন উল্টে যায়। এসময় চালক ইঞ্জিনের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Joypur Hat

Check Also

প্রথম দিন হিলিতে ঢিলেঢালা ‘লকডাউন’

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় হিলিতে আজ থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। ওষুধ ও নিত্য …