জয়পুরহাট জেলা প্রতিনিধিঃমানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজী হকের পক্ষ থেকে আজ ২২ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জামালগঞ্জ সড়কে জনসাধারণের মাঝে প্রায় শতাধিক সার্জিক্যাল মাস্ক ও খাবার বিতরণ করে সংগঠনটি।
এ-সময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদুৎ ও সহ-সভাপতি আকতার হোসেন।মানবিক বাংলাদেশ সোসাইটি জয়পুরহাট জেলা শাখার প্রচার সম্পাদক মো রিফাত হোসেন,সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী ও তানভীর। মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদুৎ বলেন সারাদেশে মানবিক বন্ধু আদম তমিজী হকের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে অসহায় মানুষের মাঝে। করোনার শুরু থেকে এখনো সারাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম, মাস্ক,স্যানিটাইজার সহ জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।