হাকিমপুর (হিলি) উপজেলায় একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা কমার কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে বিপাকে পড়েছেন অসহায় মানুষগুলো। কয়েকজন অসহায় মানুষ জানান, হঠাৎ করে সোমবার (১৭ জানুয়ারি) শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত বছর সরকার আমাদের কম্বল দিয়েছিল। এ বছর কেউ দেয়নি; যার জন্য অনেক কষ্টে আছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, সোমবার (১৭ জানুয়ারি) দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।তিনি জানান, বতর্মানে মৃদু শৈত্যপ্রবাহটি দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ আরও কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। যার জন্য শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।