রাজধানীতে ট্রাকের ধাক্কায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু নিহত
রাজধানীর খিলক্ষেত ৩শ ফিট রাস্তায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহমেদ।
সড়ক দুর্ঘটনায় নিহত কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহমেদ। ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় নিহত কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজু আহমেদ। ফাইল ছবি
হায়দার আলী
সোমবার (২০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার।
পুলিশ জানিয়েছে, খিলক্ষেত ৩শ ফিট এলাকায় ঘুরাঘুরি শেষে নিজের মোটরসাইকেল নিয়ে ধানমন্ডির বাসায় ফিরছিলেন রাজু আহমেদ। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজুর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। দুই সন্তান ও স্ত্রীসহ ধানমন্ডির জাফরাবাদে থাকতেন যুবলীগের এই নেতা।