Sunday , December 3 2023
Home / অপরাধ জগত / জয়পুরহাটে র‌্যাবের হাতে তিন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে র‌্যাবের হাতে তিন মাদক ব্যবসায়ী আটক

 

মোঃ বাবুল হোসেন

জয়পুরহাটের র‌্যাব-৫ ক্যাম্পের অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার পাইকরদাড়য়িা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার পাইকরদাড়য়িা গ্রামের মৃত রাজেন্দ্র নাথ মোহন্তের ছেলে শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২), মহুরুল গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০) ও ফারুক হোসেনের ছেলে, নাঈম হোসেন (২৩)।

জয়পুরহাট র‍্যাব কাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান,আটককৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তর্বতী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইমরান ও নাইম এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷

About Joypur Hat

Check Also

কালাইয়ে জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯

  জয়পুরহাটের কালাই উপজেলায় জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *