Sunday , December 3 2023
Home / পাঁচবিবি / পাঁচবিবিতে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান

পাঁচবিবিতে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান

সজল কুমার দাস

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ৮ হাজার ৯৭৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, মসুর, পেঁয়াজ, ভুট্টা, মুগ ডাল ও সার প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান।

বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পৌর আ.লীগ সভাপতি এসকে আব্দুল হক ও কৃষক ফরিদুল ইসলাম প্রমুখ।

সভাশেষে সরিষা বীজ ৬ হাজার ৮০ কেজি, গম ১ হাজার ৩০০, ভুট্টা ৬০০, মুগ ডাল ৩৫ কেজি, মসুর ৬০ কেজি, শীতকালীন পেঁয়াজ ১৮০ কেজি বীজ জনপ্রতি কৃষককে ১ কেজি বীজের সঙ্গে আনুপাতিক হারে রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি।

About Joypur Hat

Check Also

পাঁচবিবিতে আলু চাষে কৃষকের ব্যস্ততা, বেড়েছে উৎপাদন খরচ

  মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি আলু উৎপাদনে বৃহত্তম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবারও আলুর ভালো ফলন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *