জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সিফাত পাগলার মাজার থেকে ২ সিন্দুক চুরির ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার (৩রা নভেম্বর) ভোররাতে উপজেলার একটি মাজার থেকে ওই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামের সিফাত পাগলার মাজার থেকে ওই মাজারের ২ টি সিন্দুক (দানবাক্স) চুরি হয়। ওইদিন দুপুরে মাজারের লোকজন সিন্দুক চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান(৩৫) নামের একজনের উপর সন্দেহ হলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তৌফিক রহমান (২৫) নামের আরও এক সহযোগীকে আটক করে এবং চুরি যাওয়া সিন্দুক ২ টি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমান(৩৫) হিন্দা কসবা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে এবং তৌফিক রহমান (২৫) হিন্দা আবাসনের মৃত ফলবুর রহমান ছেলে ও বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক।
এবিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদের আহবায়ক দেওয়ান এম এ হাসান বলেন, সে দীর্ঘদিন যাবত আমাদের সাথে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সাথে তার কোন সম্পৃক্ততা নাই।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তদন্তপূর্বক তারা সন্দেহভাজন একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে তার আরও এক সহযোগীকে আটক করা হয় এবং সিন্দুকে থাকা টাকাসহ সিন্দুক ২ টি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মিজানুর রহমান