Sunday , December 3 2023
Home / জয়পুরহাট সদর / বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে: দুদু এমপি

বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে: দুদু এমপি

আতাউর রহমান

 

অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। এখন শ্রমিকজীবী, রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষও বাজারে গিয়ে সবচেয়ে ভালো চাল কিনেন। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতাসহ বিনামূল্যে বই বিতরণ করছেন। আমদের সময় আমরা পুরনো বই কিনে লেখাপড়া শিখেছি। অথচ এখনকার শিক্ষার্থীরা বিনামূল্যে পড়েছে নতুন বই। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। কেবল তাই-ই নয়- দেশের
রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও করেছেন শেখ হাসিনা। শতভাগ বিদুৎ নিশ্চিত করেছেন তিনি। দেশে এখন বিভিন্ন সুবিধা ভোগীর সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। তাই, আগামীতে নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে; শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করতে হবে। তাহলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

রোববার বিকেলে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন। এ সময় আরও বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, সুবিধাভোগী নারগিস পারভীন প্রমুখ।

 

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে দুই দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু

এরশাদুল বারী জয়পুরহাটে, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে দুই দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৩ শুরু হয়েছে। …