Sunday , December 3 2023
Home / অপরাধ জগত / জয়পুরহাটে রিকশাচালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে রিকশাচালকের মরদেহ উদ্ধার

হারুনুর রশীদ

জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া মৌলভীপাড়া এলাকা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার একটি পটল ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া রিকশাচালকের নাম বুদলা উড়াও (৫০)। তিনি সদরের চকগোপাল এলাকার মৃত অর্জুন উড়াওয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুব সকালে আব্দুল ওহাব তার জমিতে পটল তুলতে যান। এসময় মানুষের লাশ দেখতে পান। ওই লাশের মুখ ও হাত-পা বাঁধা ছিল। এটি দেখে ভয় পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার রিকশা পাওয়া যায়নি। ছিনতাইকারীরা তার রিকশা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটাতে পারে। লাশের শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এক চোখ উপড়ানো, দাঁত-কানে ক্ষত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About Joypur Hat

Check Also

ক্ষেতলালে মাজারের সিন্দুক চুরির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সিফাত পাগলার মাজার থেকে ২ সিন্দুক চুরির ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ …