আতাউর রহমান
জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচার নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সেই সাথে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন -জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর-গোপাল গ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল; একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া এবং ফজলুলের ছেলে মাহাবুল। এঁদের মধ্যে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১ হাজার ৪৫০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেন পুলিশ। পরে পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই মামলায় জামিন নিয়ে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন। এরপর মামলার যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।