জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চিত্রাপাড়ার আবু বক্করের ছেলে সাব্বির হোসেন (৩০) ও মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মণ্ডল (৩২)।
বুধবার দুপুরে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের চিত্রা পাড়া এলাকার তামিম ছাত্রাবাসে তালাবদ্ধ ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে ১৫০ কেজি গাঁজাসহ শাব্বির ও রতন নামে এ দু’জনকে আটক করা হয়।
আটককৃতদের নামে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।