Sunday , December 3 2023
Home / আক্কেলপুর / সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে:হুইপ স্বপন

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে:হুইপ স্বপন

 

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এ সাফল্য শেখ হাসিনার,এ সাফল্য আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের। উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকতে হবে।

সোমবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে হুইপ স্বপন বলেন,আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না।তৃনমুলের ঐক্যের কারণে শেখ হাসিনা অতীতে অনেক বিপদ অতিক্রম করেছে, তেমনি তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে মুক্ত করে একটি উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরীসহ প্রমুখ।

-এবিনিউজ২৪

About Joypur Hat

Check Also

আক্কেলপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

আতিউর রাব্বী তিয়াস মজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কালক্রমের আওতায় চতুর্থ পর্যায়ে জয়পুরহাটের আক্কেলপুরে …