Friday , June 2 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / জয়পুরহাট সদর / জয়পুরহাটকে ভূমিহীন ও গৃহহীন জেলা ঘোষণা

জয়পুরহাটকে ভূমিহীন ও গৃহহীন জেলা ঘোষণা

আতাউর রহমান

মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাটকে ভূমিহীন ও গৃহহীন জেলা ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মিটিংয়ে যোগ দিয়ে এ ঘোষণা দেন। একই সময়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর এবং ২ শতক জমির দলিলপত্র তাঁর পক্ষে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ১৩৯জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু।

সে সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান প্রমুখ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘জয়পুরহাট জেলায় সর্বশেষ নিরুপিত তালিকা অনুযায়ী মোট ১ হাজার ৪৮ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়। সেগুলোর মধ্যে ১ম পর্যায়ে ১৬০ টি, ২য় পর্যায়ে ১৪১ টি, ৩য় পর্যায়ে ৩৫৮ টি মোট ৬৫৯ টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়।আর আজ বুধবার জেলার সকল উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী মিটিংয়ের মাধ্যমে ৪র্থ পর্যায়ে ১৩৯টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়।’

 

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন

এরশাদুল বারী তুষার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে …