Friday , June 2 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / শিক্ষাঙ্গনের খবর / জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির সভাপতি তানভীর,সম্পাদক রোজিনা

জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির সভাপতি তানভীর,সম্পাদক রোজিনা

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

এতে ২০১৭-১৮ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর ইসতিয়াক আকাশ সভাপতি এবং ২০১৮-১৯ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রোজিনা আক্তার পপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. তৌফিদুল ইসলাম বুলবুল সাবেক যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, অন্যতম সদস্য মো. আবদুল মান্নান, প্রতিষ্ঠাকালীন সভাপতি জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এ.টি.এম তানভীর শাকিল এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া এতে সহ-সভাপতি পদে আহমেদ আমিন সিফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ইয়াছির নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তানভীর ইশতিয়াক আকাশ বলেন, আমাদের এই সংগঠনটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই। এই সংগঠন সবসময় শিক্ষার্থী বান্ধব হবে এবং জয়পুরহাট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোজিনা আক্তার পপি বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের জয়পুরহাট জেলার পরিবারই হবে সবচেয়ে বেশি সুসংগঠিত একটি পরিবার।

About Joypur Hat

Check Also

হিলিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হিলিতে নিজেদের পড়ালেখার খরচ থেকে বাঁচানো অর্থ দিয়ে গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা …