Friday , June 2 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / অপরাধ জগত / গোপনে ভিডিও করে নারীকে ব্ল্যাকমেইল,জয়পুরহাটের যুবকের কারাদণ্ড

গোপনে ভিডিও করে নারীকে ব্ল্যাকমেইল,জয়পুরহাটের যুবকের কারাদণ্ড

জয়পুরহাটে বন্ধুর সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার অপরাধে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির অনুপস্থিতিতেই রোববার আদালত রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।

তিনি জানান, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া এবং শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে ২০২১ সালের ৭ মার্চ এক নারী জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান (২৬)। জয়পুরহাট সদরের জানিয়ার বাগান গ্রামে তার বাড়ি। তিনি পলাতক।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তার বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে ভাইরাল করার হুমকি দেন জাহিদ। হুমকি দিয়ে অভিযুক্ত ওই নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এছাড়া আরও ১৯ হাজার টাকা দাবি করেন। তা না হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। বাধ্য হয়ে ওই নারী জয়পুরহাট সদর থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলারই রায় ঘোষণা করলেন। রায়ে আদালত একটি ধারায় আসামিকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। আরেকটি ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং আরও ১ লাখ টাকা ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায়ে আদালত বলেছেন, কারাদণ্ডের দুটি সাজা একসঙ্গেই চলবে। আসামি গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে। সেজন্য আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে মাদক ও অস্ত্র পৃথক মামলায় ২ আসামির যাবজ্জীবন

ওমর আলী বাবু জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় দুটি ধারায় একজনের ১৭ …