Friday , June 2 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / অপরাধ জগত / ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ তৈয়ব আলী।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৬:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিটাক মোড় থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ তৈয়বকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এস.এম হাসান সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত তৈয়ব দীর্ঘদিন যাবত গোপনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা মহানগরসহ ঢাকার আশপাশের এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে মাদক ও অস্ত্র পৃথক মামলায় ২ আসামির যাবজ্জীবন

ওমর আলী বাবু জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় দুটি ধারায় একজনের ১৭ …