বগুড়ায় ট্রাকের ধাক্কায় জুয়েল নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদরের চারমাথা গোদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫০ বছরের জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কালাঞ্জ গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।
তিনি বলেন, সকালে গোদারপাড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশা যাত্রী জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।