Thursday , March 23 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / ভিন্ন খবর / নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নিলো জেসাব

নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নিলো জেসাব

বগুড়াস্থ জয়পুরিয়ান ছাত্র-ছাত্রীদের একমাত্র প্ল্যাটফর্ম “জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন বগুড়া (জেসাব) এর নতুন সদস্যদের নিয়ে অদ্য বিকেল ৩ ঘটিকায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর নতুন ভবনের মুন হলের সামনে আনন্দ আড্ডার আয়োজন করা হয়। উক্ত আড্ডায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং জেসাব সম্পর্কে সকলকে অবহিত করা হয়। নতুন সদস্যদের পদচারণায় মুখরিত ছিলো আজকের সভা।

আজকের সভায় উপস্থিত ছিলেন-উক্ত সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন।এছাড়া ও সংগঠনের সাধারণ সম্পাদক মৌশিক আহমেদ প্রিতম সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও উপসম্পাদক গণ।

 

About Joypur Hat

Check Also

হিলিতে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

শফিকুল ইসলাম শফিক প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ফাইনালে ওঠায় হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টাইন সমর্থক …