আতাউর রহমান
জয়পুরহাটে অভিযান চালিয়ে বাবুল হোসেন নামে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাবুল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ধলাহার হাজীপাড়া গ্রামের আব্দুল মেহেরের ছেলে।
সোমবার সকালে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেজর মোস্তফা জামান জানান, গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভূক্ত আসামী বাবুল হোসেনকে রোববার দিবাগত রাতেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।