Sunday , December 3 2023
Home / আক্কেলপুর / আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও বরণ

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও বরণ

আতিউর রাব্বী তিয়াস

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারকে বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ।

এ সময় বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী, নবাগত উপজেলা নিবার্হী অফিসার তাহমিনা আক্তার, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ আহসান কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারকে বরণ ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

About Joypur Hat

Check Also

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে:হুইপ স্বপন

  জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি …