ডেস্ক রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেয়েছেন জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু। শিমু জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কনিষ্ঠ কন্যা ।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান (৩.৯৫) অধিকার করায় বুধবার প্রফেসর ড. নাসিমা জোয়ার্দ্দার স্বর্ণপদক ও বৃত্তি লাভ করেন তিনি।
শিমু জয়পুরহাট নিউজ ২৪ কে বলেন,আলহামদুলিল্লাহ,বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ অর্জন।রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে প্রথমবারের মত এই সন্মাননায় সন্মানিত হতে পেরে সত্যিই ভীষন ভালো লাগছে।আমাদের বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রদ্ধেয় জোয়ার্দ্দার স্যারের হাত থেকে তাঁরই প্রতিষ্ঠিত এই স্বর্নপদক প্রথমবারের মত গ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমার। ক্রেষ্ট এবং সনদপত্র তুলে দিয়েছেন প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের চেয়ারম্যান এবং প্রফেসরদের প্রতি আমার শ্রদ্ধা আর কৃতজ্ঞতা,ডিপার্টমেন্ট এর ইতিহাসে প্রথম গোল্ড মেডেলিস্ট হিসেবে আমার নামটি প্রকাশের জন্য আর আমার হলো আমার আব্বুর সেটিসফেকশন আর আমার আম্মুর আনন্দ-অশ্রু, সারাজীবন আমার আব্বু যে গর্ব বুকে ভরে হেঁটেছেন আমারই জন্য, সেই ধারাকে চলমান রাখাই আমার লক্ষ্য।
শারমিন সুলতানা শিমু কালাই ময়েন উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (গোল্ডেন জিপিএ ৫),বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে এইচএসসি (গোল্ডেন জিপিএ ৫) পাশ করে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তাঁর এ সাফল্যের জন্য সে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছে।
রাবির মেধাবী কৃতি শিক্ষার্থী শিমুর গ্রামের বাড়ি কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে। শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত শিমু ভবিষ্যতে গবেষক হতে চায়। সে তার আগামীর চলার পথে সবার নিকট দোয়া প্রার্থী।