Sunday , December 3 2023
Home / খেলাধুলা / জয়পুরহাটে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

জয়পুরহাটে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

 

‘খেলাধুলায় সমর্থন নিয়ে বিবাদ নয়, স্থাপিত হোক সম্প্রীতি’- স্লোগানে জয়পুরহাটে আর্জেন্টিনা সমর্থকদের সাথে ব্রাজিল সমর্থক বন্ধুদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম অর্ধে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের জালে দুই গোল দেন। বিরতির পর তাঁরা আরও এক গোল দিয়ে ৩-০ গোলে এগিয়ে থাকেন। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের জালে দুই গোল দেন। এরইমধ্যে খেলার নির্ধারিত সময় শেষ হয়ে যায়। ফলে ৩-২ গোলে ব্রাজিল দল বিজয়ী হয়।

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় ব্রাজিলের পক্ষে পরপর ২টি গোল করেন- অর্থোপেডিক সার্জন ও ট্রমা বিশেষজ্ঞ ডা. মো. আতাউল হক। শেষ গোল দাতার নাম জানা যায়নি। তবে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন- আসাদুজ্জামান আসাদ এবং দ্বিতীয় গোল করে মোহাম্মদ কিবরিয়া।

খেলা পরিচালনা করেন (রেফারি) তোতা মিয়া। তিনি বলেন, ‘খেলার দেখার প্রধান উদ্দেশ্য হোক বিনোদন। খেলায় প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব নয়, থাকবে সম্প্রীতি। এটি তুলে ধরতে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম।’

-আতাউর রহমান

About Joypur Hat

Check Also

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা, মেসিকে উড়ন্ত চুমু

সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপে প্রথম পর্বের হার্ডল পেরুনোর স্বপ্ন যখন ধূসর হতে বসেছে, তখন …