আতাউর রহমান
নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতা মূলক কর্মসূচি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন। বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া,জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন প্রমুখ।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ‘আইন কিংবা চাপ দিয়ে খাদ্যে ভেজাল নির্মূল করা কঠিন। তবে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলেই খাদ্য নিরাপদ রাখা সম্ভব।’