উড়ন্ত জয়ে ২০২২ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের হয়ে দুটি গোলই করেছেন রিচার্লিসন। মূলত এ ম্যাচে তার শো চলেছে।নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে চিরচেনা রূপে দেখা গেছে ব্রাজিলকে। সাম্বার ছন্দে দর্শন মিলেছে তাদের। গতিময় ও শৈল্পিক ফুটবলে সমর্থকদের মন ভরিয়েছেন তারা।
তবে এত কিছুর মধ্যেও চিন্তায় ফেলেছে দলের প্রাণভোমরা নেইমারের ইনজুরি। সার্বিয়ার বিপক্ষে ৮০ মিনিটে চোট পান তিনি। পরে মাঠ থেকে তাকে উঠিয়ে নেয়া হয়।ম্যাচ শেষে নেইমারের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, তার ডান গোড়ালি ফুলে গেছে। ফলে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সেলেকাওদের কপালে। চিন্তিত সবুজ-হলুদ সমর্থকরাও। সবার একটাই প্রশ্ন-পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন নেইমার?এ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ তিতে। আসন্ন ম্যাচে প্রিয় শিষ্যের খেলা নিয়ে আশাবাদী তিনি। বললেন, সুইসদের বিপক্ষে নেইমারের খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, আমি বুঝতে পারিনি নেইমারের চোট লেগেছে। এখন সেটা জেনেছি। তবে এ চোট কাটিয়ে পরের ম্যাচে ফেরার ক্ষমতা আছে তার।
আমি আশা করি, সুইসদের বিপক্ষেও মাঠে নামবে সে।