Friday , April 26 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / অপরাধ জগত / জয়পুরহাটে মাদক সেবনের অপরাধে সাতজন কিশোর গ্রেপ্তার

জয়পুরহাটে মাদক সেবনের অপরাধে সাতজন কিশোর গ্রেপ্তার

 

জয়পুরহাটে মাদক সেবনের অপরাধে কিশোর গ্যাং চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে জেলা শহরের খঞ্জনপুর এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর মোস্তফা জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এবং খঞ্জনপুর এলাকার বাসিন্দা। এরা হলো- ওবায়দুল ইসলাম (২২), আল-আমিন হোসেন (২৫), উজ্জল হোসেন (২৩), সুজন হাসান (১৯), মিরাজ হোসেন (২২), আরিফুল ইসলাম (২২) এবং রাসেল সাজু (২০)।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, গ্রেপ্তার কিশোররা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সময় কিছু আলামত জব্দ করা হয়। রাতের সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে মামলায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. আতাউর রহমান

About Joypur Hat

Check Also

পাঁচবিবি সীমান্তে মাদকসহ একজন আটক

  মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) গতকাল সোমবার রাতে র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও …