মওদুদ আহম্মেদ
জযপুরহাটের আক্কেলপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনঞ্জয় কুমার জনি প্রাং (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ
ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আক্কেলপুর- বগুড়া সড়কের আলীমামুদ পূর্ণগোপীনাথপুর মোড়ের পশ্চিমপার্শে¦ হটাৎপাড়া এলাকায় ঘটেছে। নিহত যুবক আক্কেলপুর পৌর এলাকার বিহারপুর গ্রামের বিকাশ প্রাং এর ছেলে। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টায় আক্কেলপুর-বগুড়া সড়কের আলীমামুদ পূর্ণগোপীনাথপুর মোড়ের পশ্চিমপার্শে¦ হটাৎপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল
দুমড়ে মুচরে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লে·ে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকা জনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত ধনঞ্জয় কুমার জনি প্রাংকে বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ হাসপাতাল ও নয়নকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায়
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ধনঞ্জয় কুমার জনি প্রাং (২৫) মারা যান।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ধনঞ্জয় কুমার জনি প্রাং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজন
শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং অপর চালক গুরুতর আহত হয়ে জয়পুরহাট হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ভেঙ্গে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে
রাখা হয়েছে’ ।