Thursday , March 23 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / বিনোদন / বৃষ্টিতে ভিজে প্রেম করছেন জোভান-মেহজাবীন!

বৃষ্টিতে ভিজে প্রেম করছেন জোভান-মেহজাবীন!

হঠাৎ বৃষ্টি নেমে এলো ব্যস্ত শহরে। আকাশ দৌড়ে আশ্রয় নেয় এক চায়ের দোকানে। সামনে তাকিয়ে দেখে গাড়ি থেকে একটি হাত বেরিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। অনামিকায় ছোট্ট একটা রিং। দৃশ্যটি থেকে মুগ্ধ হয়ে পড়ে আকাশ। প্রেমে পড়ে যায় অচেনা মেয়েটির।

এমন প্রেমময় গল্পটি লিখেছেন রাজীব আহমেদ। সেটি নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন অনন্য ইমন। ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নামের এই নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জোভান।

গল্পটি প্রসঙ্গে নাট্যকার রাজীব আহমেদ জানান, এই গল্পের শুরুটা বেশ কাব্যিক। তবে এরপরেই সেটি গড়ায় ছিনতাইকারী ও থানা-পুলিশে! নাটকটিতে জোভানের বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

নির্মাতা অনন্য ইমন জানান, ‘এই গল্পটির মাধ্যমে পছন্দের মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য একজন যুবকের অসাধ্য সাধন দেখানো হয়েছে। গল্পটির বাঁকে বাঁকে অনেক টুইস্ট রয়েছে। আশা করছি দর্শকরা রোমাঞ্চিত হবে কাজটি দেখে।’ আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে  ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি।

About Joypur Hat

Check Also

এবারই প্রথম একসঙ্গে সাইমন-মৌ

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। …