মওদুদ আহমেদ,আক্কেলপুর
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশের এক অনন্য অর্জন সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দে উত্তরণ রুপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় সরকারী মুজিবর রহমান কলেজের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রুপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন এবং রুপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সেরা প্রশ্নকর্তা শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম।