মওদুদ আহম্মেদ, আক্কেলপুর
জয়পুরহাটের আক্কেলপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের পেন্সিলের আচরে ফুটে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিব।
দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় ১’শ টি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে নানা বক্তব্য রাখেন। এছাড়াও সকাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।