মওদুদ আহম্মেদ,আক্কেলপুর
দায়িত্বভার গ্রহণ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
মঙ্গলবার বিকাল ৫টায় পৌর ভবনে মেয়রের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত মেয়র শহিদুল আলম চৌধুরী, সদ্য সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের কাছ থেকে লিখিতভাবে দায়িত্বভার বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন সদ্য সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা আ’লীগের সদ্য সাবেক সভাপতি মোকছেদ আলী মাষ্টারসহ আরো অনেকে।
নবাগত মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, সদ্য সাবেক মেয়র আক্কেলপুর পৌরসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি এবং সাধারণ ভোটারদের নিয়ে একটি মডেল পৌরসভা বিনির্মাণ করতে চাই।
দায়িত্ব গ্রহন শেষে নবাগত মেয়র ও কাউন্সিলররা পৌর চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।