Friday , April 23 2021
Home / অর্থনীতি / দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ এক মাস পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছর জানুয়ারী মাসে পেঁয়াজ আমদানি শুর হয়। দেশে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয় আমাদের। ২৭ তারিখ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সব ব্যবসায়ীরা। বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

তিনি আরো জানান, আমদানিকৃত এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ পেঁয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

হিলি কাষ্টমসের তথ্যমতে, আজ বৃহস্পতিবার ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

About Joypur Hat

Check Also

লকডাউনেও চলমান হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী শুরু হওয়া লকডাউনে হিলিতে বন্ধ রয়েছে দোকানপাঠ। তবে …