শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাটে ৩৫ শিক্ষার্থীকে ৫২ হাজার ৫শ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আউসগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম।
আউসগাড়া উন্নয়ন সংস্থা (আউস) সংস্থার নির্বাহী পরিচালক মো. শফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম মিলন ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু।
আরও বক্তব্য রাখেন, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এনআরডিএস’র নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমান প্রমূখ।
সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে প্রতি মাসে ৫০০ টাকা হারে তিন মাস পর একসঙ্গে ১৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে আউস।
২০১৭ সাল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের এই প্রকল্প চালু রয়েছে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম।
নবম শ্রেণী থেকে একাদশ পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের ওই বৃত্তি প্রদান করা হয়।
একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সানজিদা আফরিন মৌ ও রনি পাহান শিক্ষাবৃত্তি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, দরিদ্র পরিবারে থেকেও শিক্ষা জীবনকে এগিয়ে নিতে এই শিক্ষবৃত্তি বিশেষ ভূমিকা পালন করছে।