শাহাদুল ইসলাম সাজু
সরকারের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত মাসব্যাপী হকি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২০২০-২১ অর্থবছরের ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস ৩৫ জন ছেলে মেয়েকে মাসব্যাপী হকি প্রশিক্ষন প্রদানের ব্যবস্থা করে।
সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক মো: নূরুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমানের সরকারের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, হকি প্রশিক্ষক আবু রায়হান, খনজনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইএম মাসুদ রেজা, সাংবাদিক ও জেলা স্কাউট সম্পাদক শাহাদুল ইসলাম সাজু প্রমূখ।
শেষে মাসব্যাপী হকি প্রশিক্ষনে অংশগ্রহনকারী ছেলে মেয়েদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ, এখানকার ৭ জন হকি খেলোয়াড় বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন।