মওদুদ আহমেদ
জয়পুরহাটের আক্কেলপুরে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে শ্মরণ করে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলো পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান, সরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, আক্কেলপুর পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেপিজি ফটোগ্রফি গ্রæপ, ফেজবুক সংগঠন (আক্কেলপুর পরিবার, ভালবাসার আক্কেলপুর, আক্কেলপুর ¯ে^চ্ছায় রক্তদান সংগঠন) সহ বিভিন্ন স্তরের অফিস, সংগঠন ও সাধারণ মানুষ।
পরবর্তীতে দিনের বিভিন্ন সময়ে শিশু-কিশোরদের নিয়ে নানা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের দিবসটি পালন করা হয়েছে।