Friday , April 19 2024
Home / সাহিত্য ও সংস্কৃতি / জয়পুরহাটে অমর একুশে উদযাপনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

জয়পুরহাটে অমর একুশে উদযাপনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

 

 

শাহাদুল ইসলাম সাজু

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আয়োজিত দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি শহীদ ডা. আবুল কাশেম ময়দানসহ শহরের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে সঠিক নিয়মে, সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। শহিদ মিনার চত্বরে সকাল ১০ টায় শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন ও শিশুদের নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা এবং বেলা ১২টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা।

এছাড়াও অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে শহীদ মিনার চত্বরে ৫ম শ্রেণী থেকে ¯œাতকোত্তর ও সর্বসাধারণের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার। সকল মসজিদ, মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য নিজ ব্যবস্থাপনায় প্রার্থনার আয়োজন, বিকাল ৪ টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টা ৪৫ মিনিটে ’ বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” র্শীষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

About Joypur Hat

Check Also

জয়পুরহাটের জীবন্ত কিংবদন্তি খুরশিদ আলমের জন্মদিন আজ

১ লা আগস্ট.২০২০/জয়পুরহাট নিউজ ২৪/ডেস্ক রিপোর্ট ‘চুমকি চলেছে একা পথে’র মতো বহু জনপ্রিয় গানের শিল্পী …