এস ডি সাগর
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার ও গরু মোটাতাজাকরণ ভারতীয় ২৮ হাজার পিস ডেক্সন ও ৪২ হাজার পিস প্যারোপট্রিন ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসব মালামালের সিজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত কারবারি মীর শহিদ (৩০) উপজেলার উচনা গ্রামের আবুল কাশেমের ছেলে।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, মঙ্গলবার সকালের দিকে পাঁচবিবির হাটখোলা সীমান্তের উচনা সোনাতলা মাঠের মধ্যেদিয়ে মাদক কারবারিরা মাদক পাচার করে নিয়ে আসছিল। এ সময় টহলরত বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ মীর শহিদকে হাতেনাতে আটক করে। পরে তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
এদিকে আটাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণ ভারতীয় ২৮ হাজার পিস ডেক্সন ও ৪২ হাজার পিস প্যারোপট্রিন ট্যাবলেট জব্দ করে। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।