হারুনুর রশিদ,জয়পুরহাট
জয়পুরহাটের চক্রপাড়া গ্রামের মানুষের আদি পেশা শিলপাটা তৈরি। মজুরি বেশি হওয়ায় যুক্ত রয়েছেন, কিশোর-যুবকসহ নানা বয়সের লোকজন। যদিও হাতুরি আর ছেনি দিয়ে পাথর কাটার এ কাজে রয়েছে মৃত্যুঝুঁকি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ঐতিহ্যবাহী এই পেশা বন্ধ না করে, চেষ্টা চলছে আধুনিকায়নের।
এমন শব্দই বলে দেয় জয়পুরহাটের আক্কেলপুরের চক্রপাড়া এলাকার কর্মব্যস্ততার কথা। এক যুগ ধরে এখানকার মানুষের পেশা শিল-পাটা তৈরি।
এই পেশার সাথে জড়িতদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সবসময়ই থাকে আড়ালে। এই যেমন মিন হাফিজুল। বছর তিনেক এই পেশায় যুক্ত থাকার পর তার শরীরে বাসা বাঁধে নানা জটিল রোগ।
তার মতো চক্রপাড়া, ভানুরকান্দার প্রায় হাজারো মানুষ ভুগছেন শ্বাসকষ্টসহ নানা জটিলতায়। তারপরও বেশি মজুরির আশায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়।
তবে ঠিকমতো নিয়ম মেনে কাজ করলে স্বাস্থ্যঝুঁকি কমবে বলে মত জয়পুরহাট আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সাইফুল ইসলামের।
সময়ের সাথে এই পেশাকে আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।