Sunday , February 28 2021
Home / আক্কেলপুর / আক্কেলপুরে তীব্র শীতে শীতার্তদের পাশে পুলিশ সুপার

আক্কেলপুরে তীব্র শীতে শীতার্তদের পাশে পুলিশ সুপার

মওদুদ আহমেদ,আক্কেলপুর

জয়পুরহাটের আক্কেলপুরে চলমান শৈত্যপ্রবাহে ১ শত ৫০ জন দুস্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

শনিবার বিকালে আক্কেলপুর থানা চত্বরে জেলা পুলিশের আয়োজনে উপজেলার ৫টি ইউনিয়নের ১ শত ৫০ জন গরীব দুস্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁনসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগন।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন,‘পুলিশ জনতার। জনগণের জান ও মাল রক্ষায় জেলা পুলিশ সদা সর্বদা প্রস্তুত রয়েছে। তীব্র শীতের কষ্ট লঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস’।

About Joypur Hat

Check Also

আক্কেলপুর পৌর নির্বাচনকে বিতর্কিত করার প্রতিবাদ

মওদুদ আহমেদ,আক্কেলপুর গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আক্কেলপুর পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে …