মওদুদ আহম্মেদ,আক্কেলপুর
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে শহীদুল ইসলাম আলম চৌধুরী আওয়ামীলীগ দলীয় প্রার্থী ঘোষিত হওয়াই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে কলেজ হাটের কাঁচা বাজারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আক্কেলপুর পৌরসভা নির্বাচনে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম আলম চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদান করায় গণসংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটু, জেলা আ’লীগের সাবেক ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম সদু, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি সাদেকুর রহমান সাদেক, পৌর আ’লীগের সাবেক সভাপতি এনায়েতুর রহমান আকন্দ ¯^পন, উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক আনোয়ারুল ইসলাম বাবলু প্রমুখ।