আতাউর রহমান,কালাই
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে রাবেয়া সুলতানা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। সেই খুশিতে রাবেয়া সুলতানা ও তার সমর্থকরা বৃহস্পতিবার কালাই উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে মিষ্টি বিতরণ করেছেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ¯^াক্ষরিত এক চিঠিতে রাবেয়া সুলতানাকে এ মনোনয়ন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। উল্লেখ্য, রাবেয়া সুলতানা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত সাজ্জাদুর রহমান কাজলের সহধর্মিনী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, রিটানিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। উল্লেখ্য, গত ৫ ফেব্রæয়ারি কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জনের মৃত্যুর পর মেয়রের পদটি শূন্য হয়। এরপর থেকে পৌরসভার কাউন্সিলর লিলি বেগম ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। পরে উপ-নির্বাচনের মাধ্যমে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাবেয়া সুলতানা জানান, তার ¯^ামী প্রয়াত সাজ্জাদুর রহমান কাজল দীর্ঘ দিন ধরে কালাই উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। সেবামূলক এ কাজের সুবাদে ¯^াস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তাই তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।