আতাউর রহমান,কালাই
জয়পুরহাটের কালাইয়ে মীম খাতুন (২০) নামে এক গৃহবধূ ৩ দিন থেকে নিখোঁজ থাকার ঘটনায় তার স্বামী-স্বজনরা মানসিকভাবে ভেঙে পরেছে। এ ঘটনায় ওই গৃহবধূর ¯^ামী মুসা মোল্লা কালাই থানায় একটি জিডি করেছেন বলে জানা গেছে।
নিখোঁজ মীম খাতুনের ¯^ামী-¯^জন ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মাদারপুর গ্রামের জালাল মোল্ল্যার ছেলে মুসা মোল্লার সাথে মাস চারেক আগে নিখোঁজ মীম খাতুনের বিয়ে হয়। সেই থেকে সুখে শান্তিতেই ঘর সংসার করে আসছিলেন এ দম্পতি। এমত অবস্থায়, ¯^ামীর বাড়িতে অবস্থানকালে গত ১০ জানুয়ারি সকাল থেকেই ওই গৃহবধূ নিখোঁজ থাকে। এ ঘটনার পর থেকে নিখোঁজ মীম খাতুনের ¯^ামী-¯^জনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়। পরে গত ১১ জানুয়ারি নিখোঁজ মীম খাতুনের ¯^ামী কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪৪৬) করেন। নিখোঁজ গৃহবধূর মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। উচ্চতা অনুমান সাড়ে ৪ ফুট।
কালাই থানার অফিসার ইনচার্য সেলিম মালিক জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।