আতাউর রহমান এবং সেলিম সরোয়ার
অবৈধ পন্থায় বালাই নাশক উৎপাদনের অপরাধে জয়পুরহাটের কালাইয়ে আমিনুর রহমান নামে এক ব্যাক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোবারক হোসেন তার কার্যালয়ে এ জরিমানা আদায় করেন। আমিনুর রহমান পৌরসভার আঁওড়া মহল্লার মৃত আক্কাস আলীর ছেলে বলে জানা গেছে।
উদ্ধারকৃত বালাই নাশক উৎপাদনের সকল কাচামাল, প্যাকেট ও বোতল অনুমানিক মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ টাকা। পরে সেগুলোর আলামত রেখে সবগুলো উপাদানই আগুনে পুড়ে দেয়া হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও মো. মোবারক হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ দুপুরে পৌরসভার কালাই ডিগ্রি কলেজ পাড়া মহল্লায় আমিনুরের ভাড়া নিয়ে থাকা বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পন্থায় নকল বালাই নাশক প্যাকেট ও বোতলজাত করে প্রস্তুত করা অবস্থায় তাকে আটক করা হয়। তখন তার দেয়া ¯^ীকারোক্তি মতো বাড়ি তল্লাশি করে ওইসব বালাই নাশক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।