আতাউর রহমান,কালাই
জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাম উন্নয়ন কর্ম’(গাক) এর শস্যবীমা বিষয়ক অবহিতকরণ সভা।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গাক’ এর পরামর্শক মো. মোবারক হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মোবারক হোসেন।
‘গাক’ এর সুরক্ষা প্রকল্পের সমš^য়ক সরদার জিয়াউদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নীলিমা জাহান, বগুড়া আবহাওয়া অফিসের বিএমডি ইনচার্জ মো. সজীব হোসাইন, ‘সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার’ এর ফিল্ড কোঅর্ডিনেটর শেখ তাবিজুল ইসলাম প্রমুখ।
অবহিতকরণ সভায় জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন শস্য উৎপানে যে সব ঝুঁকির সম্ভাবনা থাকে, তা পুষিয়ে নিতে শস্য বীমা কৃষকদের জন্য কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়।